কোভিড-১৯ প্রতিরোধে প্রাণ উত্সর্গকারী বীর ও নিহতদের জন্য গোটা চীনে শোক প্রকাশ
  2020-04-04 11:31:06  cri

এপ্রিল ৪: কোভিড-১৯ প্রতিরোধে প্রাণ উত্সর্গকারী বীর ও নিহতদের জন্য আজ (শনিবার) গোটা চীনে জাতীয় শোক পালিত হচ্ছে। এ সময় চীনের জাতীয় পতাকা ও বিভিন্ন দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সব ধরনের বিনোদন বন্ধ করা হয়। সকাল দশটা থেকে চীনের সব মানুষ তিন মিনিট নীরবতা পালন করেন।

এ দিন সকালে বেইজিংয়ের থিয়ান-আন-মেন মহাচত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর অর্ধেক নামানো হয়।

যারা দেশ, সমাজ ও জনগণের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, তাদের জন্য এটা চীনের সর্বোচ্চ স্বীকৃতি। এর আগে চীনের হুপেই প্রাদেশিক সরকার ওয়াং বিন, ফেং সিয়াও লিন, চিয়াং স্যুয়ে ছিং, লিউ চি মিং, লি ওয়েন লিয়াং, চাং কাং মেই, সিয়াও চুন, উ ইয়োং, লিউ ফেন, সিয়া সি সি, হুয়াং ওয়েন চুন, মেই চুং মিং, ফেং ইন হুয়া ও লিও চিয়ান চুনসহ ১৪জনকে কোভিড-১৯ প্রতিরোধকাজে প্রাণ উৎসর্গকারী প্রথম শ্রেণীর 'বীর' হিসেবে স্বীকৃতি দেয়। তারা নতুন যুগে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং তাদের চেতনা ও অবদান অমর হয়ে থাকবে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040