মহামারীর মধ্যেও চীনা অর্থনীতি বলিষ্ঠতা দেখাচ্ছে: কেন্দ্রীয় ব্যাংকের উপপ্রধান
  2020-04-03 20:02:24  cri
এপ্রিল ৩: কোভিড-১৯ বিশ্বের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কিন্তু এ প্রভাব কতোটা বা কতোদিন স্থায়ী হবে তা অনেকটাই অনিশ্চিত। এদিকে, চীনা অর্থনীতি বলিষ্ঠতা দেখাচ্ছে। চীন সমৃদ্ধ পদ্ধতি ও যথেষ্ট ব্যবস্থা নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হবে। চীনা জনগণ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের উপপ্রধান লিউ কুও ছিয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানায়, ২০২০ সালে গোটা বিশ্বের অর্থনীতি হ্রাস পাবে, যা হবে ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়েও খারাপ। এ সম্পর্কে লিউ কুও ছিয়াং বলেন, বর্তমান অবস্থা থেকে এ বিষয়ে আন্দাজ করা যায়, তবে নিশ্চিতভাবে বলা মুশকিল।

তিনি আরও বলেন, ভাইরাসের নেতিবাচক প্রভাব অস্থায়ী। বর্তমানে চীনের পুরো শিল্প চাইন পুনরুদ্ধার হয়েছেছে। কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে মুদ্রা ও অর্থনীতি পুনরুদ্ধারের ব্যবস্থা নেবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040