বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ৮.৯ লাখ ছাড়িয়েছে
  2020-04-03 19:31:53  cri
এপ্রিল ৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে, মধ্য-ইউরোপ সময় গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা পর্যন্ত বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ছিল ৮৯৬৪৫০, যা আগের দিনের চেয়ে ৭২৮৩৯ বেশি। এ সময় পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫৫২৬, যা আগের দিনের চেয়ে ৪৯২৪ বেশি।

বর্তমানে ইউরোপে মহামারী পরিস্থিতি সবচেয়ে গুরুতর। সেখানে আক্রান্ত লোকের সংখ্যা ৫০৩০০৬, এবং মৃতের সংখ্যা ৩৩৬০৪। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন, লোকের প্রাণ বাঁচানো ও জীবিকা ঠিক রাখা ইইউর বিভিন্ন সংস্থার প্রধান লক্ষ্য। এর জন্য ইইউ ১০০ বিলিয়ন ইউরোর একটি তহবিল প্রতিষ্ঠা করবে। তা ছাড়া, ইইউ চিকিত্সা-সরঞ্জাম কিনবে।(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040