মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নিহত ১৪ জনকে শহীদ ঘোষণা করেছে হুপেই সরকার
  2020-04-03 19:28:40  cri
এপ্রিল ৩: সম্প্রতি চীনের হুপেই সরকার ওয়াং পিং, লি উন লিয়াং, ফেং সিয়াও লিনসহ নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনে নিহত ১৪ জনকে 'শহীদ' ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছেন চিকিত্সাকর্মী, পুলিশ ও আবাসিক এলাকার কর্মকর্তা।

নভেল করোনাভাইরাস মহামারী হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সবচেয়ে কঠিন জনস্বাস্থ্যসংশ্লিষ্ট ঘটনা। অনেক চিকিত্সাকর্মী ও প্রতিরোধককর্মী ফ্রন্টলাইনে কাজ করে উহান ও হুপেই রক্ষা করেছেন। এই ১৪ জন হচ্ছেন তাদের শ্রেষ্ঠ প্রতিনিধি। তাদের সম্মান পাওয়া উচিত বলে হুপেইয়ের স্থানীয় সরকার মনে করে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040