চীনে এক মিলিয়ন মুসলমানকে বন্দি করে রাখার খবর ভিত্তিহীন: বেইজিং
  2020-04-03 19:18:27  cri
এপ্রিল ৩: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের এক শ্রেণির রাজনীতিবিদ মহামারীকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে চলেছে, যা দুঃখজনক। চীন এ ধরনের অপত্পরতা বন্ধ করতে তাদের প্রতি অনুরোধ জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিভাগের পরিচালক স্যাম ব্রাউনব্যাক গতকাল (বৃহস্পতিবার) বলেন, চীন এক মিলিয়নেরও বেশি মুসলমানকে কারাবন্দি করে রেখেছে। তিনি চীনকে মহামারীর এ সময়ে 'ধর্মীয় বন্দি'-দের মুক্তি দেয়ার আহ্বানও জানান। এ সম্পর্কে হুয়াং ছুন ইং বলেন, তাঁর কথা সম্পূর্ণ মিথ্যা। চীনা জনগণ ভাইরাসকে পরাজিত করেছে। মুসলমানসহ সকল চীনা মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা করা হয়েছে এবং বিশ্বের জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চীন।

মুখপাত্র বলেন, চীন সরকার আইন অনুযায়ী নাগরিকদের ধর্মের স্বাধীনতা সুরক্ষা করে। চীনের বিভিন্ন জাতির জনগণের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। চীনে কোনো তথাকথিত ধর্মীয় বন্দি নেই। তবে চীন কখনই কাউকে ধর্মের নামে অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেবে না। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040