সাহায্যের জন্য চীনা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানালেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদগণ
  2020-04-03 19:16:58  cri
এপ্রিল ৩: সম্প্রতি চীন সরকার এবং বিভিন্ন চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা বিভিন্ন দেশ ও অঞ্চলকে ভাইরাস-প্রতিরোধক সামগ্রী দান করেছে। কিন্তু পাশ্চাত্যের কোনো কোনো ব্যক্তি একে চীনের 'মার্ক্স কূটনীতি' হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে যে, এর মাধ্যমে চীন বিশ্বে প্রভাব বিস্তার করতে চায়। এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র শিল্পবিষয়ক পরিচালক থিয়েরি ব্রেটন বলেন, হুয়াওয়েই ও অন্য চীনা প্রতিষ্ঠানগুলো ইইউ-কে মাক্স দিয়েছে, যার অন্য কোনো উদ্দেশ্য নেই। ঐক্য হলো যৌথভাবে কোভিড-১৯ প্রতিরোধের শ্রেষ্ঠ উপায়।

আর ৩১ মার্চ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরঞ্চা গঞ্জালেজ লায়া সিজিটিএন'কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, একটি দেশ উদারভাবে অন্য দেশকে সহায়তা করছে। এসময় পারস্পরিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মকভাবে ভাইরাসে আক্রান্ত অঞ্চল নিউ ইয়র্কে চিকিত্সা-সামগ্রীর অভাব প্রকট আকার ধারণ করেছে। এ সময় নিউ ইয়র্ককে সবচেয়ে বেশি চিকিত্সা-সামগ্রী দান করেছে হুয়াওয়েই। চীনা এই কোম্পানির দানকৃত চিকিত্সা-সামগ্রীর মধ্যে আছে ১০ হাজার এন৯৫ মাক্স, ২০ হাজার প্রতিরোধমূলক পোষাক, ১০ হাজার গ্লাভস ও ৫০ হাজার গগলস্। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো হুয়াওয়েইকে ধন্যবাদ জানিয়েছেন। (মুক্তা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040