ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলাকালে চীনে কোনো গণসেবা কার্যক্রম বন্ধ হয়নি: সিআরআই সম্পাদকীয়
  2020-04-03 19:09:04  cri
এপ্রিল ৩: ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর ও সফল হওয়ার মধ্যে চীনা সরকারের দেশ-প্রশাসনের সামর্থ্য প্রতিফলিত হয়। চীনের প্রতিরোধমূলক ব্যবস্থায় কার্যকরভাবে ভাইরাস প্রতিরোধ হয়েছে। বর্তমানে চীন উত্পাদানকাজ ও অন্যান্য কর্মকাণ্ড পুনরায় শুরু করছে। চীনের অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা হচ্ছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি চেচিয়াং প্রদেশ পরিদর্শনের সময় এসব কথা বলেন।

আমরা দেখেছি, এবারের ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে চীন সময়মতো মৌলিক পর্যায়ে ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছে, যাতে সমাজের স্বাভাবিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। অনেক বিদেশি ওয়েবসাইট ব্যবহারকারী বলেছেন, গোটা চীনে খাবার পানি, বিদ্যুত, হিটার, তথ্য যোগাযোগসহ কোনো সেবা বন্ধ হয়নি। চীনের সামাজিক শৃঙ্খলা স্বাভাবিক ছিল। এটি বিদেশে বিশ্বাস করা যায় না। এতে চীনের সামাজিক প্রশাসনের সামর্থ্য প্রতিফলিত হয়।

চেচিয়াং প্রদেশে প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন স্থান পরিদশর্ন করেছেন। তিনি বলেন, এবারের ভাইরাস প্রতিরোধের প্রক্রিয়ায় প্রতিফলিত হচ্ছে যে, চীনা কমিউনিস্ট পার্টির সাফল্যের অভিজ্ঞতা হলো অব্যাহতভঅবে নিজের সংশোধন ও উন্নয়ন করা। নিজেকে সংস্কারে উদ্বুদ্ধ করা চীনের দেশ-প্রশাসনের বৈশিষ্ট্য। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040