মহামারীর জন্য কেউ দায়ী নয়; কেবল ঐক্যবদ্ধ থাকলে সংকট অতিক্রম করা সম্ভব: ইতালির পদার্থবিদ
  2020-04-03 17:58:22  cri
এপ্রিল ৩: ইতালীয় পদার্থবিজ্ঞানী কার্লো রোভেলি ইতালির 'ইভনিং পোস্টে' প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, কোভিড-১৯ মহামারীর জন্য কাউকে দোষ দেওয়া উচিত নয়। কেবল ঐক্যবদ্ধ থাকলেই এই সংকট থেকে মুক্তি মিলতে পারে।

রোভেলি লিখেছেন, এটি মানুষের নিজের সৃষ্টি নয়। অভূতপূর্ব পরিস্থিতির মুখে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সব দেশের যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে। এটি অনিবার্য যে, মহামারীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা গিয়ে ভুল হয়ে থাকতে পারে। তবে আমরা ধীরে ধীরে এগুলি আবিষ্কার করব ও সংশোধন করব এবং পরের বার আরও ভাল করব।

তিনি আরও লিখেছেন, কিছু পশ্চিমা দেশ অন্য দেশের ওপর দোষ চাপাতে চাইছে। অথচ সরকারগুলোর উচিত এই ভাইরাস ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া। কিউবা, চীন, রাশিয়া, এমনকি আলবেনিয়াও ইতালিতে চিকিত্সক এবং প্রয়োজনীয় সহায়তা পাঠিয়েছে। এই দেশগুলি কি আমাদের ক্রমাগত সমালোচনার লক্ষ্য নয়? আমাদের উচিত আত্ম-পর্যালোচনা করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040