কোভিড-১৯ ঠেকাতে আফ্রিকার বহু দেশের সঙ্গে চীনের সহযোগিতা
  2020-04-03 17:57:22  cri
এপ্রিল ৩: সম্প্রতি চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে অধ্যায়নরত অ্যাঙ্গোলার একজন ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে চীনে নিজের মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করেন। তার ভিডিওটি অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের প্রশংসা পায়। এই ভিডিও থেকে শিখতে প্রেসিডেন্ট অ্যাঙ্গোলাবাসীর প্রতি আহ্বান জানান।

তা ছাড়া, দেশটির মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আন্তঃবিভাগীয় কমিটির সমন্বয়ক গত বুধবার বলেন, কোভিড-১৯ ঠেকাতে চীনের সফল অভিজ্ঞতা বিশ্বের জন্য মূল্যবান। মহামারী দেখা দেওয়ার পর আফ্রিকা ও অ্যাঙ্গোলাকে ব্যাপকভাবে সাহায্য দেওয়ায় তিনি চীনকে ধন্যবাদ জানান। মহামারীর বিস্তার ঠেকাতে চীনের সঙ্গে তার দেশ আরও গভীর সহযোগিতা চালাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, এই ভাইরাস ঠেকাতে ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়, গ্রেটার আকরা প্রাদেশিক হাসপাতাল এবং মহামারী প্রতিরোধে জড়িত গুরুত্বপূর্ণ সরকারি বিভাগগুলোর কাছে ৪টি ভিডিও কনফারেন্স সরঞ্জাম সরবরাহ করেছে স্থানীয় চীনা শিল্পপ্রতিষ্ঠান। ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূরবর্তী কমান্ডের সাথে সংশ্লিষ্ট মেডিকেল ইউনিটের কাজের সমন্বয়ের জন্য সহায়ক হবে এই ভিডিও কনফারেন্সিং সরঞ্জাম। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040