সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে: জনস হপকিন্স
  2020-04-03 15:50:00  cri
এপ্রিল ৩: গতকাল (বৃহস্পতিবার) জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০ লাখের বেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত, সারা বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১,০০২,১৫৯। এদের মধ্যে মারা গেছেন ৫১,৪৮৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৩৬,৩৩৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের যে-কোনো দেশের চাইতে বেশি। এদিকে, ইতালিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি—১৩,৯১৫ জন। আর স্পেনে শনাক্ত হয়েছে ১১০,২৩৮ জন এবং মারা গেছেন ১০,০৯৬ জন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040