২০১২ সালে চাং হ্য সুয়ান 'ভয়েস অব চায়না' নামের একটি কন্ঠশিল্পীর টিভি-প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকের কাছে পরিচিত হন।
২০১২ সালের ডিসেম্বর মাসে, 'ভয়েস অব চায়না' অনুষ্ঠানটি চাং হ্য সুয়ানকে 'আমি বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই' নামের নির্বাচন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দেয়। এই নির্বাচনে তিনি পঞ্চম স্থান লাভ করেন।
২০১৩ সালের ১৩ মে, চাং হ্য সুয়ানের প্রথম গান 'চাঁদের আলো দেখো' প্রকাশিত হয়। এই গান 'ভয়েস অব চায়না' অনুষ্ঠানের অংশগ্রহণকারী কন্ঠশিল্পীদের অ্যালবাম 'স্বপ্ন শুরুর জায়গা'তে অন্তর্ভুক্ত হয়।
২০১৩ সালের ১০ সেপ্টেম্বর চাং হ্য সুয়ানের প্রথম অ্যালবাম 'ঘোষণা' বাজারে আসে।
২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর চাং হ্য সুয়ান চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র মধ্য শরত্ উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে 'আমি বিশ্বাস করি' 'আমি মাতাল হয়েছি' শীর্ষক দুটি গান পরিবেশন করেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর চাং হ্য সুয়ান বড় দিন উপলক্ষ্যে 'একজনের ক্রিসমাস' নামের গান প্রকাশ করেন।
২০১৩ এবং ২০১৪ সালে চাং হ্য সুয়ান টানা দুই বছর ধরে চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এতে তিনি 'আমি মাতাল হয়েছি' 'চীন, আমি তোমাকে ভালোবাসি'সহ বিভিন্ন গান পরিবেশন করেন।
২০১৪ সালের ৫ ডিসেম্বর চাং হ্য সুয়ানের আরেকটি অ্যালবাম 'লাইক দাও' বাজারে আসে। একই মাসের ২২ তারিখে, তিনি বেইজিংয়ে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। এই কনসার্ট অনলাইনে সরাসরি প্রচার হয়।
২০১৫ সালের ২৩ জানুয়ারি, চাং হ্য সুয়ানের গান 'বাসায় ফিরে বসন্ত উত্সব উদযাপন করবো' গানটি প্রকাশিত হয়। ২১ জুলাই, তাঁর গান 'মিলানের বৃষ্টি' রিলিজ হয়। আর একই বছরের ১৬ নভেম্বর তাঁর আরেকটি অ্যালবাম 'আসা' বাজারে আসে।
২০১৭ সালের ৫ জানুয়ারি, চাং হ্য সুয়ানের গান 'যদি আরো একটি সুযোগ থাকে' রিলিজ হয়।
২০১৭ সালের ৯ এপ্রিল চাং হ্য সুয়ানের আরেকটি অ্যালবাম 'ফ্রিডম' প্রকাশিত হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং হ্য সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)