চাং তুং লিয়াং
  2020-04-03 15:02:57  cri

চাং তুং লিয়াং, ১৯৮১ সালের ২৯ নভেম্বর মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন কন্ঠশিল্পী, একইসঙ্গে একজন অভিনেতা।

প্রাথমিক স্কুলের সময় চাং তুং লিয়াং অভিনয়ে খুব অনুরাগী হন। তিনি মালয়েশিয়া থেকে চীনের তাইওয়ান প্রদেশে গিয়ে লেখাপড়া করতে শুরু করেন। যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে, তখন তাঁর বাবার ব্যবসা ব্যর্থ হলে পরিবারের অবস্থা খুব খারাপ হয়। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চাকরি করতে শুরু করেন।

২০০২ সালে চাং তুং লিয়াং মালয়েশিয়ায় 'অ্যাস্ট্রো' নামের একটি নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে 'গোধূলি' শীর্ষক গানটি গেয়ে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

২০০৩ সালে চাং তুং লিয়াং-এর প্রথম অ্যালবাম 'চাং তুং লিয়াং' প্রকাশিত হয়।

২০০৪ সালে চাং তুং লিয়াং মালয়েশিয়ার একটি সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। একই বছরের ১৮ জুন, তার আরেকটি অ্যালবাম 'প্রথম বাছাই' বাজারে আসে।

২০০৪ সালের ২৩ অক্টোবর, চাং তুং লিয়াং মালয়েশিয়ায় নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন। একই বছরের নভেম্বর মাসে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রের অভিনয়ে অংশ নেন। তাঁর প্রথম চলচ্চিত্রের নাম 'তৃতীয় প্রজন্ম'। এর সঙ্গে তিনি চলচ্চিত্রের থিম সং 'শুধুই তোমার ওপর নজর রাখি' গেয়েছেন।

২০০৫ সালের মার্চ মাসে চাং তুং লিয়াং চীনের মূল ভূভাগে এবং চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে 'প্রথম বাছাই' নামের অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ৫ অগাস্ট, চাং তুং লিয়াং চীনের তাইওয়ান প্রদেশে 'চাং তুং লিয়াং' শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন।

২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি, চাং তুং লিয়াং-এর আরেকটি অ্যালবাম 'থিম সং' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে: শুধুই তোমার জন্য, মর্মাহতসহ ১২টি প্রেমের গান।

২০০৬ সালের জুলাই মাসে, চাং তুং লিয়াং অভিনীত প্রথম টিভি নাটক 'হাঁসি পাস্তা' প্রচারিত হয়। এই টিভি নাটক ২০০৬ সালে তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় টিভি নাটক হিসেবে নির্বাচিত হয়।

২০০৭ সালের ১ জুন, চাং তুং লিয়াং-এর অ্যালবাম 'রাজা' বাজারে আসে। ২০০৮ সালের ১৯ এপ্রিল চাং তুং লিয়াং নিজের শ্রেষ্ঠ এবং জনপ্রিয় গানগুলো নিয়ে 'From Now On' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন।

২০০৯ সালের ৫ জুন, চাং তুং লিয়াং-এর অ্যালবাম 'চুপচাপের মূহূর্ত' রিলিজ হয়। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে চাং তুং লিয়াং-এর আরেকটি টিভি নাটক 'রানীর অফিস বন্ধ হবে না' প্রচারিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং তুং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040