চীনের আন্তঃদেশীয় বাণিজ্যের পুনরুদ্ধার বিশ্বের সরবরাহ চেইনকে সচল করবে:সিআরআই সম্পাদকীয়
  2020-04-03 14:50:50  cri
এপ্রিল ৩: নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের বাজারে মন্দাবস্থা দেখা গেছে; কমেছে বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা। এমন সময়ে উ হানের ঈন-ইউরোপ রুটে মালবাহী ট্রেনের যাতায়াত স্বাভাবিক হয়েছে। এটি কার্যকরভাবে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের বাজারকে প্রাণচঞ্চল করতে পারবে। আসিয়ানের ফল রেলবন্দরের মাধ্যমে চীনের বাজারে প্রবেশ করছে। এসব বাণিজ্যিক কর্মকাণ্ড কার্যকরভাবে বিশ্বের সরবরাহ চেইনকে পুনরুদ্ধার করছে।

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে, বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাংহাই থেকে ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যা অনেক বেড়েছে। বিশ্বের বৃহত্তম কন্টেইনার পরিবহন কোম্পানি মায়েরস্ক জানায়, চীন কন্টেইনার গ্রহণের প্রস্তুতি নিয়েছে, তাই রোটারড্যামসহ বিভিন্ন জায়গার মাল পরিবহনপ্রক্রিয়া সচল হয়েছে।

এসব কার্যক্রম বিশ্বের সরবরাহ চেইন পুনরুদ্ধারের জন্য আশা ও আস্থা যুগিয়েছে। ভাইরাসের কারণে মন্দাবস্থায় পড়া বাজার চাঙ্গা হচ্ছে এবং ভোগ বাড়ছে।

চীনের বাজারের সমৃদ্ধ হওয়া বিশ্বের সরবরাহ চেইনের পুনরুদ্ধারের জন্য সুযোগ সৃষ্টি করেছে। শুধুই সরবরাহের চেইন সময় মতো পুনরুদ্ধার হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেয়া ধারাবাহিক অর্থনৈতিক ব্যবস্থা সত্যিকার অর্থেই কার্যকর হতে পারে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040