সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
  2020-04-03 14:33:13  cri
এপ্রিল ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদোর সঙ্গে ফোনে কথা বলেন। এসময় ইউদোদো মহামারীর কঠিন সময়ে সাহায্য দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান।

ফোনালাপে সি চিন পিং বলেন, 'বর্তমানে ইন্দোনেশিয়াসহ বিশ্বের বহু দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমি চীন সরকার ও জনগণের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার সরকার ও জনগণকে আন্তরিক সমবেদনা জানাই। কঠোর পরিশ্রম ও চেষ্টার পর চীনা জনগণ সবচেয়ে কঠিন সময়পর্ব থেকে বেরিয়ে এসেছে। এ অবস্থায় আমরা ইন্দোনেশিয়াকে সমর্থন ও সাহায্য দিতে চাই, যাতে যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করা যায়। আমি বিশ্বাস করি, প্রেসিডেন্টের নেতৃত্বে ইন্দোনেশিয়া নিশ্চয় ভাইরাসকে পরাজিত করতে পারবে।'

সি চিন পিং জোর দিয়ে বলেন, এই ভাইরাসের মহামারী হল মানবজাতির সম্মুখীন অভিন্ন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ হলেই কেবল এই ভাইরাসকে পরাজিত করা সম্ভব। চীন ও ইন্দোনেশিয়ার উচিত ঘনিষ্ঠ সহযোগিতা করা।

এসময় প্রেসিডেন্ট জোকো বলেন, প্রেসিডেন্ট সি'র নেতৃত্বে চীনা জনগণ ভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে; সারা বিশ্ব চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। ইন্দেনেশিয়া চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আগ্রহী। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040