প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চ্য চিয়াং পরিদর্শন চীনা অর্থনীতির জন্য সুখবর: সিআরআই সম্পাদকীয়
  2020-04-03 13:41:36  cri

এপ্রিল ২: গত ২৯ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চ্যচিয়াং প্রদেশৈর নিংপো শহরের এক যন্ত্রপাতি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এটি কোভিড-১৯ সংক্রমণের পর প্রেসিডেন্ট সি'র বেইজিংয়ের বাইরে দ্বিতীয় পরিদর্শন। এবার প্রেসিডেন্ট সি চীনের বেসরকারি অর্থনীতির সবচেয়ে অগ্রণী প্রদেশ হিসেবে চ্যচিয়াং পরিদর্শন করলেন। বিশ্লেষকরা মনে করেন, এই পরিদর্শন চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উত্পাদন স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বস্তুত, চীনা অর্থনীতির জন্য প্রেসিডেন্ট সি'র এই পরিদর্শন একটি সুখবর।

প্রেসিডেন্ট সি প্রথমে যান নিংপো শহরের 'চৌ শান' বন্দরে। গত বছর এই বন্দরের পণ্য হ্যান্ডলিং ক্যাপাসিটি ছিল ১১২ কোটি টন। এই সক্ষমতার দিক দিয়ে বন্দরটি পরপর ১১ বছর বিশ্বে প্রথম স্থানে আছে। এরপর প্রেসিডেন্ট সি গাড়ি যন্ত্রপাতি পার্ক এলাকায় যান। এই পার্কে চীনের ক্ষুদ্র ও মাঝারি আকারের বেসামরিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর গুচ্ছ রয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040