কোভিড-১৯ ঠেকাতে চীনা বিশেষজ্ঞ ও পাকিস্তানের চিকিত্সকদের মত বিনিময়
  2020-04-03 13:33:40  cri

এপ্রিল ২: গতকাল (বুধবার) পাকিস্তানের রাওয়ালপিন্ডির এক সামরিক হাসপাতালে স্থানীয় চিকিত্সকদের সাথে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ নিয়ে আলোচনা করেন চীনা বিশেষজ্ঞরা।

এদিন চীনা বিশেষজ্ঞরা পাক চিকিত্সকদের সাথে কোভিড-১৯ শনাক্তকরণ, সন্দেহভাজন আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখা, ও গুরুতরভাবে আক্রান্তদের চিকিত্সা নিয়ে আলোচনা করেন। নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পাকিস্তানের চিকিত্সা-ব্যবস্থা সাজানোর পরামর্শ দেন চীনা বিশেষজ্ঞরা।

চীনা বিশেষজ্ঞ প্রতিনিধিদলের প্রধান, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ওষুধ প্রশাসন ও তত্ত্বাবধান ব্যুরোর উপ-প্রধান মা মিং হুই বলেন, মহামারী প্রতিরোধের কাজ ঠিকমতো না-হলে মহামারী পাকিস্তানের চিকিত্সা-ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে।

স্থানীয় সামরিক হাসপাতালের প্রধান নিগাল চৌহার বলেন, চীনা বিশেষজ্ঞদের কোভিড-১৯ মোকাবিলার অভিজ্ঞতা সমৃদ্ধ, তাদের প্রস্তাবও কার্যকর। তাঁদের পরামর্শ অনুসারে পাকিস্তানের চিকিত্সা-পদ্ধতি সংশোধিত হবে।

উল্লেখ্য, ২৮ মার্চ পাকিস্তানে পৌঁছেন চীনা বিশেষজ্ঞরা। গতকাল (বুধবার) পর্যন্ত পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা ছিল ২০৩৯ জন, মৃত্যুর সংখ্যা ২৬ জন এবং ৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।(সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040