স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে উহান
  2020-04-03 13:23:59  cri

এপ্রিল ২: সম্প্রতি উহানসহ গোটা চীনে মোটামুটি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। এই প্রেক্ষাপটে ৮ এপ্রিল উহানে গত ২৩ জানুয়ারি থেকে আরোপিত লকডাউন-ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে রয়েছে উহান। চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা স্যিয়াও ওয়েই সম্প্রতি এসব কথা বলেন। ।

প্রাপ্ত তথ্যানুসারে, উহান ইস্পাত কোম্পানি সম্পূর্ণভাবে উত্পাদন পুনরায় শুরু করেছে। কোম্পানির মহা-ব্যবস্থাপক উ স্যিয়াও দি জানান, কোম্পানির উত্পাদন ভাইরাসের আক্রমণের আগের অবস্থায় ফিরে গেছে। সকল কর্মী ও শ্রমিক উহানে ফিরে এসেছেন।

এদিকে, কয়েক দিন পর ইহানের ১১টি শপিংমল পৃথক পৃথকভাবে খোলা হবে। শপিংমলগুলোতে মানুষের সমাগম নিয়ন্ত্রণের জন্য ক্রেতাদের নাম নিবন্ধনকরণ এবং তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা নেওয়া হবে।

ওদিকে, উহানে এ পর্যন্ত ৪১টি খাদ্যশস্য ও রান্নার তেল উত্পাদনকারী প্রতিষ্ঠানে উত্পাদন পুনরায় শুরু হয়েছে। প্রতিদিন খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ প্রায় ১৫০০ টন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040