ইতালিতে আক্রান্তের সংখ্যা ১.১ লাখ ছাড়িয়েছে; লকডাউনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি
  2020-04-03 13:19:17  cri

এপ্রিল ২: ইতালি সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৮২ বেড়ে দাঁড়ায় ১১০,৫৭৪ জনে। আর আক্রান্ত রোগীদের মধ্যে মৃতের সংখ্যা ৭২৭ বেড়ে দাঁড়িয়েছে ১৩,১৫৫ জনে।

বর্তমানে আক্রান্ত রোগীদের মধ্যে ৪৮,১৩৪ জন বাসায় কোয়ারেন্টিনে আছেন এবং ৪০৩৫ জন আইসিইউ'তে চিকিত্সা নিচ্ছেন।

এ প্রেক্ষাপটে ইতালির প্রধানমন্ত্রী একই দিন দেওয়া ভিডিও ভাষণে লকডাউন ব্যবস্থার মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। তিনি ইতালির জনগণকে নিয়ম মেনে চলার আহ্বান জানান। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040