'চীনা মাস্কের মান' সম্পর্কিত খবরের ব্যাখ্যা দিল বেইজিং
  2020-04-02 19:24:52  cri
এপ্রিল ২: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে নেদারল্যান্ডস্‌-এর গণমাধ্যমে প্রকাশিত 'চীনা মাস্কের মান' সম্পর্কিত খবরের ব্যাখ্যা দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে চীনা মুখপাত্র বলেন, চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রাথমিক তদন্ত অনুসারে, নেদারল্যান্ডস্-এর একটি এজেন্ট নিজের উদ্যোগে চীনের কাছে মাস্কের অর্ডার দেয়। সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান মাস্ক পাঠানোর আগে নেদারল্যান্ডস্‌-কে জানায়, এ মাস্ক সার্জিকেল মাস্ক নয়। ফলে 'নন-সার্জিকেল মাস্ক' হিসেবে এগুলো রফতানির প্রক্রিয়াও শুরু হয়। এ অবস্থায় দায় চীনা কোম্পানির নয়।

তিনি আরও বলেন, বর্তমানে গোটা বিশ্বে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীন নিজের কঠিন সময়ে অন্য দেশকে সহায়তা করার চেষ্টা করছে এবং দিন-রাত আন্তর্জাতিক সমাজের জন্য বিভিন্ন প্রতিরোধমূলক সামগ্রী উত্পাদন করার চেষ্টা করছে। চীনা সংশ্লিষ্ট বিভাগ কঠোর তত্ত্বাবধান ব্যবস্থা নিয়েছে এবং চিকিত্সা-সামগ্রী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানিকারক দেশের মানদন্ড অনুবর্তী সামগ্রী উত্পাদনের তাগিদ দিয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040