চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগ খণ্ডন করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-04-02 19:21:52  cri
এপ্রিল ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গতকাল (বুধবার) জেনিভায় নভেল করোনাভাইরাসের নিয়মিত সাংবাদিক সম্মেলন আয়োজন করে। সম্মেলনে চীনের বিরুদ্ধে ভাইরাসসম্পর্কিত তথ্য লুকানোর অভিযোগ খণ্ডন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা।

হু'র জরুরি প্রকল্পের পরিচালক মাইক রায়ান বলেন, বিভিন্ন দেশ বিপুল তথ্য পাঠিয়েছে, যেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। হু প্রতিটি দেশের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছে। তবে, চাপের কারণে অল্প সময়ে সব তথ্য ও ডেটা শেয়ার করা কঠিন। হু ইতোমধ্যে কয়েকটি দেশের কাছ থেকে করোনাভাইরাসসম্পর্কিত রিপোর্ট পেয়েছে। এসব রিপোর্টের মধ্য আছে জার্মানির একটি, সিঙ্গাপুরের একটি, যুক্তরাষ্ট্রের একটি, আর চীনের ৪টি।

হু'র মহাসচিব তেদ্রোস আদহানম সম্মেলনে বলেন, নভেল করোনাভাইরাস একটি নতুন ভাইরাস, এর আগে মানবজাতি কখনও এ সম্পর্কে জানতো না। তাই সবার উচিত এক উন্মুক্ত মনবোভাব নিয়ে পরস্পরকে ভাইরাসের বিরুদ্ধে সাহায্য করা এবং সঠিক তথ্য বিনিময় করা। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040