কয়েক দিনের মধ্যে বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ১০ লাখে: হু
  2020-04-02 18:39:15  cri
এপ্রিল ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (বুধবার) বলেছেন, কয়েক দিনের মধ্যে বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ১০ লাখে। পাশাপাশি, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে।

এদিন এক সম্মেলনে মহাপরিচালক বলেন, আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য-আমেরিকার দেশগুলোকে সহায়তা দিতে হবে। এসব দেশের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রয়োজন হবে। এ অবস্থায় উন্নয়নশীল দেশগুলোর ঋণ মওকুফ করে দিতে পারে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

এদিকে, হু'র প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, বুধবার পর্যন্ত, বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত রোগী ছিল ৮ লাখ ২৭ হাজার ৪১৯ জন। এর মধ্যে ৪০ হাজার ৭৭৭ জন মারা গেছেন। বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চল এই ভাইরাসের শিকার হয়েছে। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৪৪ হাজার ৭৮১ জন। আর মৃতের সংখ্যা ৩৭ হাজার ৪৫৬ জন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040