আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যৌথভাবে পৃথিবী রক্ষার প্রস্তাব: সিআরআই সম্পাদকীয়
  2020-04-02 16:31:45  cri
এপ্রিল ২: গোটা বিশ্বে কোভিড-১৯-এর প্রকোপ বাড়ছে। সবার আগে ভাইরাসের সন্ধান পেয়ে প্রতিরোধ শুরু করে চীন। সাফল্যও অর্জন করে। এখন ধীরে ধীরে চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোতে উত্পাদন শুরু হয়েছে এবং মানুষ ধীরে ধীর স্বাভাবিক জীবনে ফিরে যেতে শুরু করেছে। পাশাপাশি চীন সক্রিয়ভাবে অন্যান্য দেশকে সহায়তা করছে। ৩১ মার্চ পর্যন্ত চীন ১২০টি দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আফ্রিকান ইউনিয়ন ও আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে জরুরি সহায়তা দিয়েছে। চীন এ পর্যন্ত সাতটি দেশে চিকিত্সা বিশেষজ্ঞ গ্রুপ পাঠিয়েছে এবং অনলাইনে শতাধিক দেশ ও অঞ্চলের সঙ্গে ৩০ বার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় সম্মেলন আয়োজন করেছে।

কিন্তু কোনো কোনো পাশ্চাত্য রাজনীতিবিদ ও ব্যক্তি চীনের প্রচেষ্টা ও সহায়তাকে খোটো করে দেখার পাশাপাশি চীনের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করা অব্যাহত রেখেছে। সম্প্রতি একশ্রেণীর মার্কিন রাজনীতিবিদ মহামারী প্রতিরোধে নিজেদের ব্যর্থতার দায় চীনের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুরো আন্তর্জাতিক ভাইরাস প্রতিরোধের সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করা সব ধরনের অপচেষ্টার নিন্দা জানিয়েছে।

গতকাল (বুধবার) জেনিভায় আয়োজিত হু'র কোভিড-১৯ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে হু'র জরুরী পরিকল্পনা দায়িত্বশীল কর্মকর্তা মাইকেল রায়ান চীনের বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে বলেন, প্রতিদিন বিভিন্ন দেশ থেকে যেসব পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, সেগুলোর পক্ষে প্রচুর বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।

আন্তর্জাতিক চিকিত্সা ম্যাগাজিন 'দ্য লেন্সেট'-এর প্রধান সম্পাদক রিচার্ড হার্টন বিবিসি'র অনুষ্ঠানে বলেন, ব্রিটেনের প্রতিরোধমূলক ব্যবস্থা হলো জাতীয় কেলেঙ্কারি। তিনি বলেন, গত জানুয়ারি মাসের শেষ দিকে ব্রিটেন ভাইরাসের গুরুতর হুমকির কথা জেনেছে, কিন্তু সময় নষ্ট করেছে।

দক্ষিণ কোরিয়ার জোংআং ইলবো পক্রিয়ার খবরে বলা হয়, চীন ভাইরাস প্রতিরোধের প্রথম দিন থেকেই স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক সমাজের সঙ্গে তথ্য ভাগাভাগি করে এসেছে।

জাপানের বেতার কোম্পানির খবরে বলা হয়, বিভিন্ন দেশকে সামগ্রী দান করা ও চিকিত্সক গ্রুপ পাঠানোয় প্রতিফলিত হচ্ছে যে, চীন একটি দায়িত্বশীল দেশ। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040