সবুজ উন্নয়নের পথে অবিচল থাকবে চীন: সিআরআই সম্পাদকীয়
  2020-04-02 16:29:39  cri
এপ্রিল ২: ৩০ মার্চ চীনা সর্বোচ্চ নেতা সি চিন পিং চেচিয়াং প্রদেশের আনজি জেলার ইউ গ্রাম পরিদর্শন করেন। তিনি বিশেষ এক সময়ে চেচিয়াং পরিদর্শন করলেন। তিনি ভাইরাস প্রতিরোধের পাশাপাশি উত্পাদন ও সবধরনের কাজ পুনরুদ্ধারের চেষ্টা করে, চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক্‌-নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনার লক্ষ্য সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গড়ার জাতীয় লক্ষ্য অর্জন করা। তিনি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ইউ গ্রাম হলো চীনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার একটি সফল মডেল। ১৫ বছর আগে ইউ গ্রামের স্থানীয় বাসিন্দারা খনি ও সিমেন্ট প্ল্যান্ট উন্নয়ন করার পাশাপাশি পরিবেশ-দূষণও সৃষ্টি করছিল। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইউ গ্রাম এ ধরণের কারখানা বন্ধ করে দিয়ে পরিবেশ সুরক্ষায় সচেষ্ট থাকে। ২০০৫ সালের অগাষ্ট মাসে চেচিয়াং প্রদেশে চীনা কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক থাকাকালে সি চিন পিং ইউ গ্রাম পরিদর্শনের সময় 'সবুজ পাহাড় ও পানি হলো স্বর্ণ ও রূপার পাহাড় ও পানি' শীর্ষক উন্নয়ন-ধারণা উত্থাপন করেন।

১৫ বছর পর ইউ গ্রাম সবুজ শিল্প উন্নয়নের মাধ্যমে ঐতিহ্যগত শিল্প থেকে প্রাকৃতিক অর্থনৈতিক এলাকায় পরিণত হয়। ২০১৯ সালে ইউ গ্রামের আয় ছিল ২৭.৯৬ বিলিয়ন ইউয়ান আরএমবি এবং সেখানকার কৃষকদের গড় মাথাপিছু আয় ছিল ৪৯৫৯৮ ইউয়ান।

৩১ মার্চ প্রেসিডেন্ট সি হাংচৌ শহরের স্যিস্যি জাতীয় জলাভূমি পরিদর্শন করার সময় বলেন, পর্যটন উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করা উচিত। প্রকৃতি আসলে এক ধরণের অর্থনীতি। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা মানে অর্থনীতির উন্নয়ন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040