জাতিসংঘ সদরদপ্তরের কর্মকর্তারা এপ্রিলের শেষ পর্যন্ত বাসা থেকে কাজ করবেন
  2020-04-02 15:27:54  cri
এপ্রিল ২: জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরহিসের মুখপাত্র গতকাল (বুধবার) জানান, জাতিসংঘ সদরদপ্তরের কর্মকর্তাদের বাসায় থেকে কাজ করার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত জাতিসংঘের কর্মকর্তাদের মধ্যে ১০০ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাসায় বসে কাজ করলে আক্রান্ত হবার আশঙ্কা অনেক কমে যায় বলে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার পর্যন্ত নিউইয়র্কে ৪৪,৯১৫ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১১৩৯ জন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040