চীন-ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকীতে চীনা রাষ্ট্রদূতের ভিডিও-বার্তা
  2020-04-02 14:05:06  cri
এপ্রিল ২: গতকাল (বুধবার) চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন ওয়েই তুং এক ভিডিও-বার্তায় বলেন, দু'দেশ উন্নয়নের পথে পরস্পরের সঙ্গী, সংস্কার ও উন্নয়নের অনুসন্ধানকারী, ও সভ্যতার বাস্তবায়নকারী।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জি-টোয়েন্টির করোনা ভাইরাস প্রতিরোধবিষয়ক বিশেষ ভিডিও শীর্ষসম্মেলনে বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সবচেয়ে জরুরি বিষয হল পারস্পরিক আস্থা দৃঢ় করা, ঐক্যবদ্ধ হয়ে ভাইরাস প্রতিরোধ করা। এই গুরুতর রোগের বিরুদ্ধে লড়াইয়ে চীন ও ভারত পরস্পরকে সমর্থন করছে এবং যৌথভাবে বিশ্বের গণস্বাস্থ্য নিরাপত্তার জন্য অবদান রাখছে।

রাষ্ট্রদূত সুন বলেন, চীন ও ভারতের উচিত দু'দেশের শীর্ষ নেতাদের নেতৃত্বে অবিচল থাকা, বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ করা, আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় জোরদার করা এবং সঠিকভাবে মতভেদ নিয়ন্ত্রণ করা।

তিনি আরও বলেন, নতুন সূচনায় চীন ও ভারত সম্পর্ক নতুন সুযোগের সম্মুখীন হচ্ছে। আমাদের উচিত বড় দেশগুলোর মধ্যে সহাবস্থানের পথ অনুসন্ধান করা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040