করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক দিনের মধ্যে দশ লাখ ছাড়িয়ে যাবে: হু
  2020-04-02 14:01:41  cri
এপ্রিল ২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম জেনিভার স্থানীয় সময় গতকাল (বুধবার) এক সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাপী ভাইরাস পরিস্থিতির দ্রুত অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ২৭ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪০ হাজার ৭৭৭ জন।

তিনি বলেন, 'গত পাঁচ সপ্তাহে আমরা নতুন রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যেতে দেখেছি। গত এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা এক গুণ বেড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখা ১০ লাখ ছাড়িয়ে যাবে এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'যদিও তিন মাস আগে আমরা করোনা ভাইরাস সম্বন্ধে কিছুই জানতাম না, তবে আমরা এখন এটি সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য পাচ্ছি। আমরা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন কৌশল নির্ধারণ করেছি।' (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040