চীনের প্রতিরোধমূলক ব্যবস্থার প্রশংসা করেন বিভিন্ন দেশের বিজ্ঞান গবেষক
  2020-04-01 19:44:11  cri
এপ্রিল ১: চীন ইতিহাসের সবচেয়ে সাহসী, নমনীয় ও ইতিবাচক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করেছে। চীন ইতিবাচকভাবে আন্তর্জাতিক ভাইরাস প্রতিরোধ সহযোগিতায় অংশ নিতে চায় এবং সার্বিকভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

উল্লেখ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের তিনটি দেশের বিজ্ঞান গবেষকদের যৌথ প্রতিবেদনে বলা হয়, যদি চীনে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রথম দিকে উহান লকডাউন এবং গোটা চীনে জরুরি ব্যবস্থা না-নেওয়া হতো, তাহলে উহানের বাইরে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ লাখেরও বেশি লোক ভাইরাসে সংক্রমিত হতে পারতো। চীনের প্রতিরোধ ব্যবস্থা সফলভাবে ভাইরাস সংক্রমণের চেইন ভেঙ্গে দেয়।

মুখপাত্র বলেন, প্রতিবেদনের বক্তব্যের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একমত হয়েছে। এ ছাড়াও অনেক দেশের নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা চীনের ব্যবস্থার প্রশংসা করেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040