বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ৭.৫ লাখে উন্নীত
  2020-04-01 19:03:40  cri
এপ্রিল ১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে, মধ্য-ইউরোপ সময় গতকাল (মঙ্গলবার) বিকেল ৬টা পর্যন্ত বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৫৪৯৪৮ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৩৬৫৭১। মোট ২০২টি দেশ ও অঞ্চলে আক্রান্ত লোক সনাক্ত হয়েছে।

এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের আক্রান্ত লোকের সংখ্যা সবচেয়ে বেশি, মোট ১৮১০৯৯ জন এবং মৃত্যের সংখ্যা ৩৬০৬। ইত্যালিতে আক্রান্তের মোট সংখ্যা ১০৫৭৯২, মৃত্যের সংখ্যা ১২৪২৮।

এদিকে, মহামারীতে মৃতদের জন্য শোক প্রকাশের জন্য মঙ্গলবার ইতালি সারা দেশে জাতীয় পতাকা অর্থনমিত রাখে। তা ছাড়া, ফ্রান্স ও ব্রিটেনের আক্রান্ত লোকের সংখ্যা যথাক্রমে ৫২১২৮ ও ২৫১৫০ এবং মৃতের সংখ্যা যথাক্রমে ৩৫২৩ ও ১৭৮৯। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040