যৌথভাবে ভাইরাস প্রতিরোধের আহ্বান ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা প্রতিনিধির
  2020-04-01 18:54:50  cri
এপ্রিল ১: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র কূটনীতি ও নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল ফন্টেলস গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বলেন, 'কোভিড-১৯ হলো গোটা বিশ্বের অভিন্ন শত্রু। কিন্তু অনেক দেশ শুরুতে একে হালকাভাবে নিয়েছিল। বস্তুত, কেউ একা একে মোকাবিলা করতে পারে না। বর্তমানে আমরা স্পষ্টভাবে বুঝেছি যে, শুধুমাত্র সহযোগিতা করলে এ থেকে মুক্তি পাওয়া যাবে।'

তিনি লিখেছেন, 'কোভিড-১৯ দেশে-দেশে বা সামাজিক ব্যবস্থার মধ্যে লড়াই নয়। বিভিন্ন পর্যায়ে ইউরোপ চীন ও অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চালাচ্ছে। চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম দিকে ইইউ চীনকে সাহায্য করেছে। বর্তমানে চীন সামগ্রী ও চিকিত্সক বিভিন্ন দেশে পাঠাচ্ছে। এটি হলো বিশ্বের সহযোগিতার মডেল। এটা একটি মানদন্ডে পরিণত হতে পারে।' (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040