যুক্তরাষ্ট্রের স্টিফেন কে ব্যাননকে ভুল বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-04-01 18:53:43  cri
এপ্রিল ১: বর্তমানে কোভিড-১৯ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে। এ সময় ঐক্যবদ্ধ থাকা ও সহযোগিতা হওয়া উচিত আন্তর্জাতিক সমাজের মূল লক্ষ্য। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ভাইরাস ঠেকাতে সহযোগিতার পথে বিদ্যমান বাধাগুলো দূর করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কথা চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন। তবে যুক্তরাষ্ট্রে কিছু লোক চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিবাদকে উত্সাহিত করে চলেছে। দু'দেশের সহযোগিতার পথে এরা বড় বাধা।

সম্প্রতি 'নিউয়র্ক টাইমস্' পত্রিকা বলেছে, আমেরিকার চরম ডানপন্থি স্টিফেন কে ব্যানন আবারও বলেছেন, অনেক বিষয় চীনের ওপর চাপিয়ে দিতে পারে না যুক্তরাষ্ট্র। তবে এই কথা স্বীকার করলেও, তিনি চীনেরও ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। তার অভিযোগ, চীনের ক্ষমতাসীন দল ও চীন সরকার 'বিশ্বের জন্য হুমকি'।

আসলে কোভিড-১৯ সংক্রমণের পর, মার্কিন কিছু লোক এই ভাইরাস প্রশ্নে চীনের ওপর অপবাদ দিয়ে চলেছে এবং দোষারোপ করছে। তাদের অপচেষ্টা স্পষ্ট। তারা চায় চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি হোক এবং আন্তর্জাতিক সমাজে চীন একঘরে হয়ে যাক।

তবে অনেক মার্কিন অর্থনীতিবিদ মনে করেন, এই ভাইরাস ঠেকাতে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে সুষ্ঠু সহযোগিতা চালানো; চীন থেকে চিকিত্সা ত্রাণ-সামগ্রী কেনা; এই ভাইরাস নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা করা; এবং ভাইরাস ঠেকানোর চীনা অভিজ্ঞতা কাজে লাগানো। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040