জি-টোয়েন্টির অর্থমন্ত্রী পর্যায়ের সম্মেলনে কোভিড-১৯ প্রতিরোধের রোডম্যাপ কার্যকর করার সিদ্ধান্ত
  2020-04-01 18:52:35  cri
এপ্রিল ১: গতকাল (মঙ্গলবার) জি-টোয়েন্টির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পর্যায়ের অনলাইন সম্মেলনে কোভিড-১৯ প্রতিরোধের রোডম্যাপ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর উদ্দেশ্য সম্প্রতি আয়োজিত জি-টোয়েন্টির ভিডিও শীর্ষসম্মেলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

অর্থমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্বের অর্থনীতির জন্য সহায়ক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। স্বল্প আয়ের দেশগুলিকে ঋণ-সমস্যা সমাধানে সহায়তা করা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, নতুন বাজার ও উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা করা হবে।

অংশগ্রহণকারী মন্ত্রীরা সংশ্লিষ্ট কর্মগ্রুপকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040