কবিতা ও গান: মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
  2020-04-01 13:04:39  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'কবিতা ও গানে' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন কবিতা ও গান উপভোগ করি।

আজকের অনুষ্ঠানে কয়েকটি সুরের সঙ্গে রবীন্দ্রনাথের দুটি গান এবং তাদের চীনা ভাষার অনুবাদ আপনাদের পড়ে শোনাবো, কেমন? প্রথমে শুনুন মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো ।

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,

我的思绪在什么风中沉醉,

দোলে মন দোলে অকারণ হরষে।

心儿在无缘由的欢乐中荡漾。

হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে

在心灵的天空里饱含了雨水的新云

রসের ধারা বরষে॥

在欢乐的涌动中下起了雨。

তাহারে দেখি না যে দেখি না,

我没看到她啊,没看到,

শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়

只是在心中每时每刻都能听到

বাজে অলখিত তারি চরণে

她的脚上响起,不易被注意到的

রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥

脚镯悦耳的叮当声。

গোপন স্বপনে ছাইল

隐秘的梦消失了

অপরশ আঁচলের নব নীলিমা।

像她无法触摸的纱丽的新蓝色。

উড়ে যায় বাদলের এই বাতাসে

雨季的风中飞起

তার ছায়াময় এলো কেশ আকাশে।

她漆黑的发丝飘散在空中。

সে যে মন মোর দিল আকুলি

让我的心躁动起来

জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥

远处传来雨水打湿的露兜树花的香气。

(প্রকৃতি ১২৩, রাগ: গৌড়মল্লার, তাল: ত্রিতাল, রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩৪৬, রচনাকাল (খৃষ্টাব্দ): ২৯ অগাস্ট, ১৯২৯, স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার)

পাগলা হাওয়ার বাদল-দিনে

在这雨季疯狂的风中

পাগল আমার মন জেগে ওঠে॥

我疯狂的心也被唤醒。

চেনাশোনার কোন্‌ বাইরে যেখানে পথ নাই নাই রে

外面听说过的某个地方,没有通往那里的路

সেখানে অকারণে যায় ছুটে॥

但却无缘由地奔向那里。

ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।

往家的方向,它何时会返回。

যাবে না, যাবে না--

不回来,不回来——

দেয়াল যত সব গেল টুটে॥

所有的墙都倒塌。

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্‌ বলরামের আমি চেলা,

让人上瘾的傍晚的雨,我是哪位高人的徒弟,

আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--

绕着我的梦跳舞醉的更深了——

যত মাতাল জুটে।

再加上点醉意吧。

যা না চাইবার তাই আজি চাই গো,

那没要过的今天我想要,

যা না পাইবার তাই কোথা পাই গো।

那没得到的要从哪里得到。

পাব না, পাব না,

得不到,得不到

মরি অসম্ভবের পায়ে মাথা কুটে॥

我拜倒在不可能的脚边。

(প্রকৃতি ১৩৭, রাগ: বাউল, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): 1346, রচনাকাল (খৃষ্টাব্দ): 1939, স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার)

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040