গানের মালা: আমার প্রাণের মানুষ আছে প্রাণে
  2020-04-01 13:03:20  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'গানের মালায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সংগীত কোনো দেশের সীমা মানে না। সংগীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। যে যেখানে যেভাবেই থাকুন-না-কেন, আসুন সংগীত উপভোগ করি।

আজকের গানের মালা অনুষ্ঠানে সুন্দর সুরের সাথে রবীন্দ্রনাথের দুটি গান এবং তার চীনা ভাষার অনুবাদ আপনাদের পড়ে শোনাবো, কেমন? প্রথম গানের নাম আমার প্রাণের মানুষ আছে প্রাণে ।

আমার প্রাণের মানুষ আছে প্রাণে

我内心的人就在心中

তাই হেরি তায় সকল খানে॥

所以哪里都能看间他。

আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়--

他在那眼仁中,在那光线中,所以不会丢失——

ওগো তাই দেখি তায় যেথায় সেথায়

所以不管望向哪里

তাকাই আমি যে দিক-পানে॥

哪里都能看到他。

আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,

为了听他口中的话我浪迹天涯,

শোনা হল না, হল না--

听不到啊,听不到——

আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি

今天回到自己的土地上这才听到

শুনি তাহার বাণী আপন গানে॥

从自己的歌声中听到了他的话语。

কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,

你们谁在找他,衣衫褴褛,挨家挨户,

দেখা মেলে না মেলে না,--

见不到啊,见不到——

ও তোরা আয় রে ধেয়ে দেখ্‌ রে চেয়ে আমার বুকে --

你们来看看我的胸中——

ওরে দেখ্‌ রে আমার দুই নয়ানে॥

来看看我的双眼。

(পূজা ৫৪৯, রাগ: বাউল, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): 1317, রচনাকাল (খৃষ্টাব্দ): 1910, স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার)

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে

长久以来我坐在那里看着路的方向数着日子

দেখা পেলেম ফাল্গুনে॥

终于在法尔滚月见面。

বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়--

穿着青年英雄的衣服你征服了世界——

এ কী গো বিস্ময়।

这是多么让人惊奇。

অবাক আমি তরুণ গলার গান শুনে॥

听到年轻人唱的歌我吃惊了。

গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,

像慵懒的风的味道一样,你的披肩随风飘起,

কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।

你的耳朵上戴着金凤花的花蕾。

তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়--

年轻的笑容背后藏着怎样的火焰啊——

এ কী গো বিস্ময়।

这是多么让人惊奇。

অস্ত্র তোমার গোপন রাখ কোন্‌ তূণে॥

在哪个颤抖中藏着你的武器。

(প্রকৃতি ২০৮, রাগ: ভৈরবী, তাল: দাদরা, রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২১, রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ ফেব্রুয়ারি, ১৯১৫, রচনাস্থান: সুরুল, স্বরলিপিকার: ইন্দিরা দেবী)

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040