মহামারী মোকাবিলায় চীন ও ব্রিটেনকে সহযোগিতা করতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
  2020-03-31 20:20:08  cri
মার্চ ৩১: স্থানীয় সময় গতকাল (সোমবার) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব নিয়মিত সাংবাদিক সম্মেলনে মহামারী প্রতিরোধে ব্রিটেনের সর্বশেষ নীতি ও পদক্ষেপ তুলে ধরেন। চীনের বিরুদ্ধে কিছু ব্রিটিশ লোকের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, মহামারী প্রতিরোধের প্রক্রিয়ায় ব্রিটেন চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।

তিনি বলেন, উহান থেকে ব্রিটিশ নাগরিকদের প্রত্যাহারের সময় চীন সব ধরনের সহযোগিতা করেছে। কার্যকরভাবে মহামারী মোকাবিলার জন্য আরও বেশি দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্রিটিশ সরকার ৭৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করে এবং বিমান কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040