চীনের বিরুদ্ধে চিকিত্সা-সামগ্রী মজুত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: বেইজিং
  2020-03-31 19:38:13  cri
মার্চ ৩১: চীনের বিরুদ্ধে চিকিত্সা-সামগ্রী মজুত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো পুনরায় কাজ শুরু করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ভাইরাস প্রতিরোধক সামগ্রী সরবরাহ করবে।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে চীনে ভাইরাসের আক্রমণ শেষ হয়নি। বিভিন্ন দেশকে সহায়তা করার পাশাপাশি চীনের নিজকেও রক্ষা করতে হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা করা চীন সরকারের প্রথম দায়িত্ব। চীনের ১৪০ কোটি মানুষের সুরক্ষা আসলে বিশ্বের জনস্বাস্থ্য সুরক্ষার শামিল।

তিনি বলেন, চীন সরকার ১২০টি দেশ ও চারটি আন্তর্জাতিক সংস্থাকে সাধারণ চিকিত্সা-মুখোশ, এ৯৫ মুখোশ, প্রতিরোধমূলক পোষাক, নিউক্লিক অ্যাসিড সনাক্তকরণ বিকারক, ও ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিত্সা-সামগ্রী সরবরাহ করেছে। চীনের স্থানীয় পৌর সরকার ৫০টিরও বেশি আন্তর্জাতিক মৈত্রী শহরকে চিকিত্সা-সামগ্রী প্রদান করেছে। চীনা প্রতিষ্ঠানগুলো শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে চিকিত্সা-সামগ্রী দান করেছে। এ ছাড়াও, ৩০টি দেশ ও ২টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে মুখোশ, প্রতিরোধমূলক পোষাক ও নিউক্লিক অ্যাসিড সনাক্তকরণ বিকারকের আমদানি চুক্তি স্বাক্ষর করেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040