কোনো কোনো পশ্চিমা মহল চীনের সবকিছুতেই খুঁত দেখে: সিআরআই সম্পাদকীয়
  2020-03-31 19:36:18  cri
মার্চ ৩১: পাশ্চাত্য দেশগুলোর কোনো কোনো মহল চীনের কোনো কাজকেই যেন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। চীন বর্তমানে, কঠিন বিপদের সময়, বিভিন্ন দেশে প্রয়োজনীয় চিকিত্সা-সামগ্রী পাঠাচ্ছে। পশ্চিমা এই মহলগুলোর এর মধ্যেও খুঁত খুঁজতে শুরু করেছে। তারা বলছে, চীন ভাইরাস প্রতিরোধে সহায়তার নামে অন্যান্য দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়।

গতকাল (সোমবার) বেইজিংয়ে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র হুয়া ছুন ইং এ বিষয়ে বলেন, তারা কী এটা চায় যে এই খারাপ সময়ে চীন দূরে থাকবে এবং উদাসীন থাকবে? চীনা জাতি এমন একটি জাতি যে জানে কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, প্রতিদান দিতে হয়।

আসলে চীন তার নিজের কঠিন সময়ে পাওয়া আন্তর্জাতিক সহায়তা ও সমর্থনকে ভুলে যায়নি। চীনা গণমাধ্যমগুলোও এ বিষয়ে অনেক খবর দিয়েছে।

বর্তমান কোভিড-১৯ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দুই শতাধিক দেশে আক্রান্ত রোগী সন্ধান করা হয়েছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইতালিতে আক্রান্তের সংখ্যা লাখ লাখ। এই কঠিন সময়ে বিশ্বের সকল দেশের পারস্পরিক সহযোগিতা খুব প্রয়োজনীয়।

এই আকস্মিক প্রাদুর্ভাব আরও গভীরভাবে প্রমাণ করে যে, মানবজাতি হলো একই ভাগ্যের অভিন্ন সম্প্রদায়। ভাইরাসের মোকাবিলায় কেউ একা থাকতে পারে না। অন্যকে সহায়তা করা হলো নিজেকে সহায়তা করা। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040