চীনের ওপর অপবাদ দেওয়া বন্ধ করতে পিটার নাভারোর প্রতি বেইজিংয়ের আহ্বান
  2020-03-31 19:09:29  cri
মার্চ ৩১: মার্কিন কর্মকর্তা পিটার নাভারোকে গত ২৭ মার্চ চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতাদের ফোনালাপের চেতনা উপলব্ধি করতে এবং চীনের প্রতি অপবাদ দেওয়া বন্ধ করতে আহ্বান জানায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন আশা করে, পিটার নাভারো দু'দেশের জনগণের স্বার্থের জন্য অনুকূল কিছু করবেন, বিপরীত কিছু নয়।

সম্প্রতি মার্কিন হোয়াইট হাউসের জাতীয় বাণিজ্য ও উত্পাদন-শিল্পনীতি কার্যালয়ের পরিচালক পিটার নাভারো সাংবাদিকদের বলেন, গত ডিসেম্বরে চীনে কোভিড-১৯ সংক্রমিত হতে শুরু করে। কিন্তু চীন বিশ্বের সামনে তা গোপন করে। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, এ মার্কিন রাজনীতিবিদ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। এ বক্তব্যের প্রতিবাদ করারও বাহুল্য মাত্র। সাক্ষাত্কারে মার্কিন সাংবাদিক তাঁকে বাধা দিয়েছেন। সাংবাদিক বলেছেন, তিনি সময় নষ্ট করেছেন। আসলে চীন গত জানুয়ারি মাসের প্রথম দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাছে ভাইরাসের তথ্য প্রকাশ করতে শুরু করে। এ মার্কিন রাজনীতিবিদের উদ্দেশ্য কী? তিনি কি দু'দেশের ভাইরাস প্রতিরোধের সহযোগিতা ভেঙ্গে দিতে চান? বিশ্বের ভাইরাস প্রতিরোধের সহযোগিতা ভেঙ্গে দিতে চান? (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040