যুক্তরাষ্ট্রে চিকিত্সা-সামগ্রীর অভাব; নাগরিকদের 'ঘরে থাকার নির্দেশ' ওয়াশিংটনে
  2020-03-31 17:11:57  cri
মার্চ ৩১: যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের সময় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত লোকের মোট সংখ্যা ছিল ১৬০০২০ এবং মৃত্যের সংখ্যা ২৯৫৩।

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় চিকিত্সা-সামগ্রীর অভাব দেখা দিয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ও বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে ফোনালাপে মন্টানার গভর্নর বলেন, রিএজন্ট কিটের অভাবের জন্য আক্রান্ত লোকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষাকারী লোকদের পরীক্ষা করা যাচ্ছে না।

এদিকে মহামারী ছড়িয়ে পড়ায় ওয়াশিংটন শহরের সরকার সকল নাগরিককে 'ঘরে থাকার নির্দেশ' দিয়েছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। নির্দেশ লঙ্ঘনকারীদের ৫০০০ মার্কিন ডলার জরিমানা করার বিধান করেছে স্থানীয় সরকার।

ওদিকে নিউ ইয়র্ক রাজ্যে আক্রান্ত লোকের সংখ্যা বেশি হবার কারণে, সোমবার বিকেলে মার্কিন নৌবাহিনীর মেডিকেল শিপ 'কমফোর্ট' নিউ ইয়র্কে পৌঁছায়। আজ (মঙ্গলবার) থেকে জাহাজে রোগী ভর্তি করা হবে। তা ছাড়া, লস অ্যাঞ্জেলেস কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040