গোটা বিশ্বে কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতা চলছে: হু
  2020-03-31 17:06:04  cri
মার্চ ৩১: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (সোমবার) বলেন, গোটা বিশ্ব যৌথভাবে কোভিড-১৯ মোকাবিলায় যৌথভাবে কাজ করছে, সহযোগিতা করছে। জি-টোয়েন্টি'র সদস্যদেশগুলো মৌলিক স্বাস্থ্যপণ্য সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালানোর কথা জানিয়েছে।

তেদ্রোস বলেন, হু বিভিন্ন দেশকে সংশ্লিষ্ট পণ্যের উত্পাদন বাড়ানোর আহ্বান জানায়। মৌলিক স্বাস্থ্যপণ্যের স্বাধীন কেনাকাটা ও সরবরাহ নিশ্চিত করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধের ক্ষেত্রে বিজ্ঞান ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রয়োজনীয়। মানবজাতি যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করবে বলে আশা করা যায়।

একই দিনে হু'র কর্মকর্তা মাইকেল জে রায়ান বলেন, বর্তমানে অনেক দেশ লকডাউন ব্যবস্থা নিয়েছে। কিন্তু শুধু লকডাউন দিয়ে ভাইরাস ঠেকানো যাবে না; জনস্বাস্থ্য-ব্যবস্থা উন্নত করতে হবে। চীনের উহানের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040