২৯ মার্চ চীনে নতুন ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত; ৩০ জনই বিদেশফেরত
  2020-03-30 17:08:40  cri
মার্চ ৩০: চীনা জাতীয় জনস্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান অনুসারে, গতকাল (রোববার) চীনে নতুন করে ৩১ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৩০ জনই হচ্ছেন বিদেশফেরত। তা ছাড়া, এদিন ৪ জনের মৃত্যু ঘটেছে এবং নুতন ১৭ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এখন পর্যন্ত চীনে বিদেশ থেকে আসা আক্রান্ত লোকের মোট সংখ্যা ৭২৩।

এদিকে, গতকাল পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১৪৭০, মৃতের সংখ্যা ৩৩০৪, সুস্থ হওয়া লোকের সংখ্যা ৭৫৭৭০। এ ছাড়া, গোটা চীনে বর্তমানে ১৬৮ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040