ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পরিণতি হবে মারাত্মক: মার্কিন গণমাধ্যম
  2020-03-30 17:04:25  cri
মার্চ ৩০: মার্কিন গণমাধ্যম দি আটলান্টিকের ওয়েবসাইটে গতকাল (রোববার) সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাংবাদিকতার অধ্যাপক পিটার বাইনার্টের প্রবন্ধ 'ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পরিণতি হবে মারাত্মক' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়।

প্রবন্ধে লাখা হয়, মহামারীর এই সময়ে কোনো কোনো মার্কিন রাজনীতিবিদ ও ভাষ্যকার মনে করেন 'যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত"। অথচ এ সময়ে যে-কাজ যুক্তরাষ্ট্রের করা উচিত, সেটা হচ্ছে চীনের সঙ্গে ভাইরাস মোকাবিলার স্বার্থে সহযোগিতা জোরদার করা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্‌-এর পরিচালক টম ইংলেসবাই বলেন, মহামারী প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে চীন মহামারী নিয়ন্ত্রণ করেছে; যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভিজ্ঞতা কাজে লাগানো। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040