আন্তর্জাতিক বিমান-রুটে পণ্য পরিবহনের সামর্থ্য উন্নত করবে চীন
  2020-03-30 15:07:53  cri
মার্চ ৩০: কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর চীনের আন্তর্জাতিক বিমান-রুটে পণ্য পরিবহন গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয় ও হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা আন্তর্জাতিক বিমান-রুটে পণ্য পরিবহন বাড়াতে সচেষ্ট হবে। আজ (সোমবার) চীনা রাষ্ট্রীয় পরিষদের এক সাংবাদিক সম্মেলনে চীনা বেসামরিক বিমান চলাচল ব্যুরো এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের কর্মকর্তারা এ কথা বলেন।

কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট বিভাগ বর্তমান অবস্থা অনুযায়ী সুশৃঙ্খলভাবে পণ্য-পরিবহন ব্যবস্থাপনা করবে, বিমান চলাচল কোম্পানি ও পণ্য-পরিবহন প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা চালাতে উত্সাহ দেবে, এবং বিমানে পণ্য-পরিবহনকাজকে সমন্বিত করবে।

উল্লেখ্য, ২৬ মার্চ পর্যন্ত চীনের মোট ২৩টি বেসামরিক বিমান আন্তর্জাতিক রুটে গুরুত্বপূর্ণ পরিবহন-দায়িত্ব পালন করেছে। এতে ৪ শতাধিক টনেরও বেশি পণ্য অন্তর্ভুক্ত ছিল। এটি বিশ্বের ভাইরাস প্রতিরোধ সামগ্রীর পরিবহনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে। কিন্তু ভাইরাসের কারণে আন্তর্জাতিক বিমান-রুটে পণ্য পরিবহনের সামর্থ্য হ্রাস পেয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040