নেপালে চীনের ত্রাণসামগ্রী হস্তান্তর
  2020-03-30 11:18:29  cri
মার্চ ২৭ : কাঠমান্ডু সময় রোববার নেপালে সিছুয়ান প্রদেশ প্রশাসন ও চীনা দূতাবাসের ত্রাণসামগ্রী দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হয়। নেপালে চীনা রাষ্ট্রদূত হো ইয়ান ছি বলেন, চীন সরকার অব্যাহতভাবে নেপালকে সাহায্য দিয়ে যাবে, প্রয়োজনে চিকিৎসকদলও পাঠাবে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী ভানু ভক্ত ধকল হস্তান্তর অনুষ্ঠানে বলেন, নেপাল সরকার এসব সামগ্রী দেশের ৭টি প্রদেশে পাঠাবে। জরুরি অবস্থায় চীন সরকারের সাহায্যের জন্য তারা কৃতজ্ঞ। নেপালি জনগণ ভাইরাস প্রতিরোধ আশাবাদী।

তিনি আরও বলেন, চীনে ভাইরাস প্রতিরোধে সাফল্য অর্জিত হয়েছে এবং সারা বিশ্বের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছে চীন। চীনের দায়িত্বশীল তত্পরতা প্রশংসনীয়।

এদিন মাইয়ুন তহবিল ও আলিবাবা তহবিলের দেওয়া ত্রাণসামগ্রী নেপালকে হস্তান্তর করা হয়।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040