বাংলাদেশ চিকিৎসাসামগ্রী দিয়েছে প্রবাসী চীনা ফেডারেশন
  2020-03-30 10:01:09  cri

মার্চ ৩০: গতকাল (রোববার) ঢাকার পুলিশ সদর দপ্তরে 'প্রবাসী চীনা ফেডারেশন' স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে চিকিত্সাসামগ্রী হস্তান্তর করেছে। এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, প্রবাসী চীনা ফেডারেশনের মহাপরিচালক চুয়াং লি ফেংসহ প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১ লাখ সার্জিকাল মাস্ক, ৫০০০ প্রতিরোধক পোশাক, ৫০০০ ভাইরাস পরীক্ষা কিট, ১০০ কেজি জীবাণুনাশক তরল ও ৫০ কেজি হ্যান্ড স্যানিটাইজার।

মহাপরিচালক চুয়াং বলেন, যখন চীনে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছিল, তখন চীনকে আন্তরিক সহায়তা ও সমর্থন দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে অবস্থানরত চীনারা এ মৈত্রীকে গুরুত্ব দেয়। মহামারী ঠেকাতে আমরাও বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছি। এসব সামগ্রী বিতরণের মাধ্যমে বাংলাদেশিদের ভালবাসা ও শুভকামনা জানায় চীন।

পুলিশের মহাপরিদর্শক জনাব পাটোয়ারী প্রবাসী চীনা ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চীন বরাবরই বাংলাদেশের আস্থাশীল বন্ধু। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে চীন। বাংলাদেশে মহামারী সংক্রমণের পর চীনের কাছ থেকে বহু সাহায্য এসেছে। এসব সামগ্রী দু'দেশের মৈত্রীর প্রতিফলন। দু'দেশের মৈত্রী চিরজীবী হক।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040