চীনে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সায় ১৯.৩ বিলিয়ন ইউয়ান চিকিত্সা-বীমার ব্যবহার
  2020-03-29 17:40:40  cri
মার্চ ২৯: সম্প্রতি চীনা জাতীয় চিকিত্সা বীমা ব্যুরো কোভিড-১৯-এ আক্রান্তদেরকে চিকিত্সার খরচ ও বীমার পরিসংখ্যান প্রকাশ করেছে। চীনা জাতীয় চিকিত্সা বীমা ব্যুরোর চিকিত্সা ও ঔষধ পরিচালনা বিভাগের পরিচালক স্যিয়ং স্যিয়ান জুন বলেন, আক্রান্তদের গড় চিকিত্সা খরচ হলো ১৭ হাজার ইউয়ান আরএমবি। ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের চিকিত্সা বীমা বিভাগ মোট ১৯.৩ বিলিয়ান ইউয়ানের দাবি পরিশোধ করেছে। এর মধ্যে হুপেই প্রদেশে দাবি পরিশোধ হয়েছে ৩.৭ বিলিয়ন ইউয়ান।

কোভিড-১৯ একটি নতুন রোগ। সেজন্য চীন বিশেষ চিকিত্সা-বীমা ব্যবস্থা গ্রহণ করে। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদেরকে প্রথমে চিকিত্সা তারপর নিষ্পত্তির সুবিধা দেওয়া হয়।

পরিসংখ্যান অনুসারে, ১৫ মার্চ পর্যন্ত চীনে আক্রান্তদের চিকিত্সার খরচ ছিল ৭৫ কোটি ইউয়ান। গড় খরচ হলো ১৭ হাজার ইউয়ান। এর মধ্যে চিকিত্সা-বীমা প্রদানের অনুপাত প্রায় ৬৫%। বাকী অংশ চীন সরকার আর্থিক সহায়তা হিসেবে পূরণ করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040