রোববার থেকে থিয়ান হ্য বিমানবন্দর ছাড়া হুপেই প্রদেশের অন্যান্য বিমানবন্দর পুনরায় চালু
  2020-03-29 17:31:53  cri
মার্চ ২৯: আজ (রোববার) থেকে চীনের হুপেই প্রদেশের উহান শহরের থিয়ান হ্য বিমানবন্দর ছাড়া অন্যান্য বিমানবন্দর পুনরায় চালু হয়। থিয়ান হ্য বিমানবন্দর ৮ এপ্রিল থেকে চালু হবে। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) এ তথ্য জানায়।

রোববার মধ্যরাতে ফুচৌ এয়ারলাইনসের একটি বিমান ৬৪ জন যাত্রী নিয়ে ই ছাং শহরের সান সিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটা ছিল লকডাউনশেষে হুপেই থেকে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইট।

সিএএসি জানায়, মহামারী প্রতিরোধের জন্য হুপেই প্রদেশের সঙ্গে হংকং, ম্যাকাও, ও তাইওয়ানের বিমান যোগাযোগ বন্ধ থাকবে। হুপেই ও বেইজিংয়ের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচলও বন্ধ থাকবে।

এদিকে, হুপেই প্রদেশের বিভিন্ন বিমানবন্দরের কার্গো বিমানগুলোও রোববার থেকে পুনরায় আকাশে উড়াল দিচ্ছে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040