সিজিটিএনে মহামারি প্রতিরোধবিষক বিশেষ অনুষ্ঠান
  2020-03-29 17:31:01  cri
মার্চ ২৯: নভেল করোনাভাইরাস মহামারি বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে মধ্য ইউরোপীয় সময় গতকাল (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বে ৫.৭ লাখ লোক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, চীনের মহামারি পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। অনেক দেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। এর জন্য চায়না গ্লোবল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) 'গ্লোবাল এপিডেমিক কনসাল্টেশান রুম' নামক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের চিকিত্সকরা এই অনুষ্ঠানের মাধ্যমে মহামারি প্রতিরোধে চীনের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাবেন।

বেইজিং সময় আজ (রোববার) সন্ধ্যা ৬টায় চীনের বিশেষজ্ঞরা আফগানিস্তান, ইরান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, লেবাননসহ বিভিন্ন দেশের চিকিত্সক ও বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও-সংলাপ করবেন। সংলাপে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার চিকিত্সায় চীনের ঐতিহ্যবাহী চিকিত্সার ব্যবহার সম্পর্কে আলোচনা হবে।

উল্লেখ্য, চীনের ৯১.৫ শতাংশ আক্রান্ত রোগী চীনের ঐতিহ্যবাহী চিকিত্সা গ্রহণ করেছেন। পাশাপাশি চলছে পাশ্চাত্য চিকিত্সা। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040