পশ্চিম আফ্রিকার পাঁচটি দেশকে ভাইরাস-প্রতিরোধক সামগ্রী দিল চীনের আলিবাবা
  2020-03-29 17:15:34  cri
মার্চ ২৯: জ্যাক মা তহবিল ও আলিবাবা তহবিলের দানকৃত ভাইরাস-প্রতিরোধক সামগ্রী গতকাল (শনিবার) পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়া, সেনেগাল এবং গাম্বিয়ায় পৌঁছায়। এর আগে গত শুক্রবার আলিবাবার ত্রাণ পৌঁছায় মালি ও গিনি-বিসাউতে।

জ্যাক মা তহবিলের সূত্রে বলা হয়, এসব সামগ্রীর মধ্যে আছে শনাক্তকারী রিএজেন্ট ও প্রতিরক্ষামূলক পোশাক। আলিবাবা তহবিল আফ্রিকান দেশগুলোর চিকিত্সা সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা চালাবে এবং কোভিড-১৯ চিকিত্সার জন্য এসব দেশের চিকিত্সকদের অনলাইন-প্রশিক্ষণও দেবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040