বন্ধুরা, শুনছিলেন সু রুই'র কন্ঠে '৩৬৫ মাইল পথ' শীর্ষক গান। ১৯৮৩ সালে তিনি নিজের প্রথম ম্যানডারিন অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৪ সালে তিনি তৃতীয় হংকং চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্রের থিম সংয়ের পদক লাভ করেন। ১৯৮৫ সালে তিনি বিশ্ববিখ্যাত অভিনেতা জ্যাকি চান'র চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। গানটি পঞ্চম হংকং চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ সংগীত পদক লাভ করে। ১৯৮৯ সালে তিনি পুনরায় নবম হংকং চলচ্চিত্রের শ্রেষ্ঠ চলচ্চিত্রের থিম পদক লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্রেমের উত্সর্গ' শীর্ষক গান। গানটি প্রথম গেয়েছেন ওয়েই ওয়েই। গানটি ১৯৮৯ সালে রিলিজ হয়। আজকের অনুষ্ঠানে আমরা সু রুই'র কন্ঠে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সু রুই'র কন্ঠে 'প্রেমের উত্সর্গ' শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি নবম তাইওয়ান গোল্ডেন সংগীত পুরস্কারের শ্রেষ্ঠ আঞ্চলিক ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৮ সালের ২৩ জুন তিনি ২৯তম তাইওয়ান গোল্ডেন পুরস্কারের বিশেষ অবদান পদক লাভ করেন। ১৯৬৮ সালে সু রুই সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর জেরো নামের ব্যান্ডে যোগ দেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'কৃতজ্ঞ হৃদয়' শীর্ষক গান। গানটি প্রথম গেয়েছেন ঔইয়াং ফেইফেই। গানটি এখনো চীনে জনপ্রিয়। আশা করি, বন্ধুরা সু রুই'র কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন সু রুই'র কন্ঠে 'কৃতজ্ঞ হৃদয়' শীর্ষক গান। পরে সু রুই এ্যাকশন নামের ব্যান্ডে যোগ দেন। ব্যান্ডটি তাইওয়ানে ট্যুর কনসার্ট আয়োজন করে। ১৯৭১ সালে তিনি হাইস্কুল থেকে স্নাতক হওয়ার পর ক্লাবে গান গাইতেন। ১৯৭৩ সাল থেকে তিনি তিন বছর হংকংয়ে গান পরিবেশন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'জিউগানথাংমাইমু' শীর্ষক গান। জিউগানথাংমাইমু হলো দক্ষিণ ফুচিয়ানের আঞ্চলিক ভাষার বাখ্য। এর মানে: ওয়াইনে বোতল বিক্রয় করবে কি? এটি একটি বিখ্যাত চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন সু রুই'র কন্ঠে 'জিউগানথাংমাইমু' শীর্ষক গান। আসলে সংগীতজগতে প্রবেশ করার আগে সু রুই ক্রীড়া শিক্ষক হতে চেয়েছিলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং বাস্কেটবলে তিনি দক্ষ ছিলেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আসলে আমি তোমাকে আরো বুঝতে চাই' শীর্ষক গান। গানটি হলো চীনের হংকংয়ের তরুণ কন্ঠশিল্পী ফান ওয়েই বো ও সু রুই'র দ্বৈত কন্ঠের একটি গান। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। প্রবীণ ও তরুণ কন্ঠশিল্পীদের দ্বৈত কণ্ঠের গানটি প্রকাশ করার পর চীনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সু রুই ও ফান ওয়েই বো'র দ্বৈত কন্ঠে 'আসলে আমি তোমাকে আরো বুঝতে চাই' শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে 'কার ওপর নির্ভর করতে পারি?' শীর্ষক গান। গানটি ১৯৮৬ সালে রিলিজ হয়। গানটি হলো একই নামের একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)