চীন-ইউরোপ মালবাহী ট্রেনের উহান ত্যাগ
  2020-03-28 19:20:47  cri
মার্চ ২৮: মালবাহী ট্রেন এক্স৮০১৫/৬ আজ (শনিবার) ৫০ বগি পণ্য নিয়ে চীনের উহান কেন্দ্রীয় স্টেশন থেকে ইউরোপের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রেনটি আলাশানকৌ বন্দরের মধ্য দিয়ে ১৫ দিন পর জার্মানির ডুইর্স্বার্গে পৌঁছাবে। এটি হলো কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর উহান থেকে বের হওয়া প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেন।

উল্লেখ্য, ট্রেনটির অধিকাংশ পণ্য উহানের প্রতিষ্ঠানগুলোর তৈরি। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোকে দেওয়া চিকিত্কা-সামগ্রীও রয়েছে। এ ছাড়াও, রয়েছে অটো পার্টস, ইলেকট্রনিক্স, যোগাযোগের ফাইবার এবং হাঙ্গেরি–সার্বিয়া রেলপথ নির্মাণের উপকরণ। (ছাই/আলিম/ওয়াং হাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040